কোহলিদের বিদায়, টিকে থাকল হায়দরাবাদ
১৩১ রানের ছোট্ট পুঁজি নিয়েও ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডারের দৃঢ়তার সামনে শেষ রক্ষা হলো না। ফলে আইপিএলের এলিমিনেটর থেকে বিদায় নিল বিরাট কোহলির বেঙ্গালুরু। জয়ে ফাইনালে ওঠার সুযোগ বাঁচিয়ে রাখল সানরাইজার্স হায়দরাবাদ।
গতকাল শুক্রবার রাতে প্লে-অফের এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। ৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামসন।
এদিন আবুধাবির উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য মরণফাঁদ হয়ে ওঠে। ম্যাচের শুরু থেকেই রান নিতে ধুঁকতে হয় ব্যাটসম্যানদের। বেঙ্গালুরুর দেওয়া ছোট্ট লক্ষ্য ছুঁতে ঘাম ছুটেছে হায়দরাবাদের। একপর্যায়ে হারতে বসেছিল ওয়ার্নারের দল। ১৯তম ওভারে বেঙ্গালুরুর জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু শেষ ওভারে নবদ্বীপের বলে পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হোল্ডার।