সরকারের দেওয়া খাস জমি বন্দোবস্তের তিন দশক পরও মালিকানা বুঝে পায়নি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ১৮ ভূমিহীন পরিবার। তাদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশয়ে এসব জমি ভূমিদস্যুরা ভোগদখল করছে। এমনকি সরকারের দেওয়া ভূমিহীনদের কবুলিয়তনামা দলিলও হাতিয়ে নিয়েছে তারা। ভূমিহীনদের অভিযোগ, বন্দোবস্তের জমির দখল পেতে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি।
অনুসন্ধানে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচোল উপজেলা শহর থেকে ছয় কিলোমিটার পূর্বের প্রত্যন্ত ঝিকড়া গ্রামের ১৮টি ভূমিহীন পরিবার ৩০ বছর আগে ভূমির জন্য আবেদন করে। ১৯৯০ সালে ওই গ্রামের ৯০ বিঘা খাস জমির মধ্যে প্রায় ৬০ বিঘা খাস জমির বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু স্থানীয় প্রভাশালীদের বাধা আর হুমকিতে এখনও জমি বুঝে পায়নি ভূমিহীনরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.