You have reached your daily news limit

Please log in to continue


১০ নভেম্বর নতুন চমক দেবে অ্যাপল

অনলাইনে আরেকটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ১০ নভেম্বরের ইভেন্টটির জন্য এরই মধ্যে সংবাদ মাধ্যমের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় ইভেন্টের ট্যাগলাইনে অ্যাপল লিখেছে- ‘ওয়ান মোর থিং’। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস ইভেন্ট শেষে কথাটি বলে চমকপ্রদ কিছু ঘোষণা দিতেন। ধারণা করা হচ্ছে, ‘ওয়ান মোর থিং’ হিসেবে সিলিকন-ভিত্তিক ম্যাক কম্পিউটারের ঘোষণা দেবে অ্যাপল। গত জুনে অ্যাপল জানায়, ইন্টেলের পরিবর্তে তারা নিজেরাই এআরএম ভিত্তিক সিলিকন চিপ তৈরি করবে। এই চিপ হার্ডওয়্যার ও সফটওয়্যারে সমন্বয় আনার মাধ্যমে ম্যাকের পারফর্মেন্সে আরও গতি আনবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন