মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় প্রায় নিশ্চিত হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজ অনুষ্ঠান করেছেন তার এক সমর্থক। বৃহস্পতিবার রাতে স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীসহ ২০০ জনকে ভূরিভোজ করিয়েছেন তিনি।
এ অনুষ্ঠানের আয়োজন করেন গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওয়ালটনের আঞ্চলিক পরিবেশক মেসার্স রিয়াদ এন্টাপ্রাইজের মালিক মো. মেরাজ হোসেন খান (৫৪)।
মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট রোলান্ড ট্রাম্প তার অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি বিনষ্ট ও আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করেছেন আমেরিকার ভোটাররা। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় তিনি (মেরাজ) মনের আনন্দে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীসহ সূধীজনের জন্য ভোজের আয়োজন করেন। এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২শ’রও বেশি মানুষ অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.