![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F2bcd5114-6778-4b0f-a321-71138324caed%252FKabir_Hossain_24.jpg%3Frect%3D0%252C86%252C2000%252C1050%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ভোরের পাখি মোহসিন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ১৯:৩৭
২৯ বছর ধরে মো. মোহসিন মোল্লার ঘুম ভাঙে ‘সুয্যি মামা জাগার আগে’, বেরিয়ে পড়েন তিনি। পত্রিকা সংগ্রহ করেন। পৌঁছে দেন বাড়ি বাড়ি। ঝড়, বৃষ্টি, রাস্তায় কোমরসমান পানি—কিছুই তাঁকে দমাতে পারে না।