রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া গৃহবধূর ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার তথ্যটি জানিয়েছেন বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ফাতেমা মাসুদ লতা।
প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ওই নারীর মেডিকেল চেকাপ করানো হয়েছে। ওই নারী সন্তান ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে লালন-পালনসহ সকল কিছুর ব্যয় বহন করবেন প্রতিমন্ত্রী।
অনুসন্ধানে জানা যায়, ৬-৭ মাস আগে ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। এক পর্যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে ঘটনার পাঁচ মাস পর গত ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পাঁচ দিন পর বাদশা আলমকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.