You have reached your daily news limit

Please log in to continue


জানুয়ারিতেই ভারতে পাওয়া যাবে করোনার টিকা, দাবি সিরাম ইনস্টিটিউটের সিইও-র

সময় মতো অনুমোদন পেলে আগামী জানুয়ারিতেই ভারতে কোভিডের ভ্যাকসিন পাওয়া যাবে। এমনটাই দাবি করলেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। যদিও ওই ভ্যাকসিন তৈরির দায়িত্বে থাকা ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, নির্ধারিত সময়ে ডেলিভারির থেকে পিছিয়ে রয়েছে তারা। ফলে আদরের এই দাবি আদৌ ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে আদর বলেন, “ব্রিটেন-ভারতে এই টিকার প্রয়োগ সফল হলে এবং এ দেশের নিয়ামক সংস্থাগুলির ছাড়পত্র সঠিক সময়ে পাওয়া গেলে আগামী বছরের জানুয়ারিতে ‘কোভিশিল্ড’ পাওয়ার আশা করতেই পারি।” ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে ‘কোভিশিল্ড’ নামে করোনার টিকা তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারত-সহ গোটা বিশ্বের জন্য তার ৩০০ কোটি ডোজ উৎপাদন করা হবে। এ দেশে কোভিশিল্ড উৎপাদন ও পরীক্ষার বরাত পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (সিআইআই)। তবে জানুয়ারিতে ওই টিকা পাওয়া যাবে বলে আশা করলেও একই সঙ্গে আদর বলেন, “সবটাই নির্ভর করছে ‘কোভিশিল্ড’ কতটা প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন এবং কার্যকর প্রমাণিত হচ্ছে, তার উপর।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন