![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-79081686,imgsize-240057/pic.jpg)
বাংলার পর এবার কর্নাটক, করোনা রুখতে বাজি নিষিদ্ধ দীপাবলিতে
দীপাবলির আগে এ বার রাজ্যে বাজি নিষিদ্ধ করল কর্নাটক। কোভিড ১৯ সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
শুক্রবার ইয়েদুরাপ্পা জানিয়েছেন, 'কোভিড ১৯-এর কথা মাথায় রেখে রাজ্যে বাজি নিষিদ্ধ করা হচ্ছে। আমরা এ বিষয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছে যে বাজি পোড়ানোর অনুমতি মিলবে না।' এই সিদ্ধান্তের ফলে বাজি নিষিদ্ধ করা রাজ্যগুলির তালিকায় আরও একটি নাম সংযোজিত হল।