মুশফিককে দেখে অনুপ্রাণিত হৃদয়
মুশফিকুর রহিমের নিবেদন, পরিশ্রম ও শৃঙ্খলার চর্চা বাংলাদেশের ক্রিকেটে হয় নিয়মিতই। আগে সেসব শুনেছেন, নানা মাধ্যমে জেনেছেন ও দূর থেকে দেখেছেন তৌহিদ হৃদয়। এবার কাছ থেকে দেখার সুযোগও হয়েছে তার। প্রেসিডেন্ট’স কাপে একই দলে খেলেছেন এই দুজন। মাঠের বাইরের মুশফিককে কাছ থেকে দেখে দারুণ অনুপ্রাণিত তরুণ ব্যাটসম্যান হৃদয়।
প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে নেমে দারুণ ফিফটি করে ম্যাচ সেরা হন হৃদয়। পরের চার ম্যাচের তিনটিতে উইকেটে থিতু হয়েও বড় রান করতে পারেননি। শুক্রবার হাই পারফরম্যান্স দলের অনুশীলনের ফাঁকে তিনি বললেন, মুশফিকদের কাছ থেকে শিখতে পারাই ওই টুর্নামেন্ট থেকে তার বড় প্রাপ্তি।
“সিনিয়রদের সঙ্গে খেলা একটা বড় সুযোগ ছিল আমাদের জন্য। সবচেয়ে বড় ব্যাপার, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। উনি সবসময় কিভাবে এত শৃঙ্খলার মধ্যে থাকেন, সেসব দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি।”