কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চোটে ছিটকে গেলেন তারিক আজিজ

আরটিভি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ১৬:৫৫

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ঘোষণার অপেক্ষায় বাংলাদেশের মূল দল। প্রাথমিক দলে ছিলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক আজিজও।

জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা তারিকের অপেক্ষাটা আরও বাড়ছে। অনুশীলনের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ছাড়তে হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ফিরে গেছেন বসুন্ধরা কিংসে। তাই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুটিতে আর খেলা হচ্ছে না তার। কুঁচকিতে টান লাগায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ২০ বছর বয়সী তারিককে।

গত জুলাইয়ে তারিক ডাক পেয়েছিলেন বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের প্রাথমিক দলে। তবে সেবার এএফসি ও বিশ্বকাপ বাচাইয়ের ম্যাচ পিছিয়ে যাওয়ায় খেলা হয়নি লাল-সবুজের জার্সিতে।। তারিক ছাড়াও চোটে পড়েছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও। ডান হাতের কব্জির হাড় ভেঙে যাওয়ায় ছিটকে পড়েছেন দল থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও