সহজেই টাকা পাঠান হোয়াটসঅ্যাপে, এক ক্লিকে জানুন WhatsApp Pay-র সব তথ্য

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ১৪:৫২

দীর্ঘ অপেক্ষার পর ভারতে লাইভ হয়ে গেল WhatsApp Pay। গতকালই UPI লাইভ করার জন্য WhatsApp-কে অনুমোদন দেয় দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (The National Payments Corporation of India বা NPCI)।

শুক্রবার WhatsApp Inc-র তরফে একটি ট্যুইট করা হয়েছে। আর সেই ট্যুইটে লেখা হচ্ছে, 'আজ থেকেই ভারতে শুরু হয়ে যাচ্ছে WhatsApp Pay। এবার থেকে ভারতের মানুষজন WhatsApp-এর সাহায্যেই আরও সুরক্ষিত ভাবে, খুব সহজেই মেসেজ পাঠানোর ধরনে টাকা পাঠাতে পারবেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও