![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F11%2F05%2Fbrahmanbaria-uno-pic-5.11.jpg%3Fitok%3DdkWtwD7w)
ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৩)। কিশোরী সায়মা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের জুরু মিয়ার মেয়ে। সে বটতলী বাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। জানা যায়, আগামীকাল শুক্রবার একই গ্রামের তোফাজ্জল (২৫) নামের এক যুবকের সঙ্গে সায়মার বিয়ের দিন ধার্য ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাল্য বিবাহ
- ইউএনওর নির্দেশ