কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিবের আসন্ন চ্যালেঞ্জগুলো

সমকাল প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ২২:০৬

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ফিটনেস ফিরে পাওয়া। এক বছর খেলা থেকে দূরে ছিলেন। স্বাভাবিকভাবেই একটা অনভ্যস্ততা তৈরি হবেই। সোমবার তার ফিটনেস পরীক্ষা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়টি নিয়ে অবশ্য সাকিব খুব একটা চিন্তিত নন। কারণ মাসখানেক আগে বিকেএসপিতে নিবিড় অনুশীলনের সময় এই বিষয় নিয়েই কাজ করেছেন তিনি। আগামী এক বছর অনেক খেলা। সে চ্যালেঞ্জ নিতে তৈরি হওয়ার জন্যই বিকেএসপিতে প্রস্তুতি নিয়েছেন সাকিব।

ফিটনেস ফিরে পাওয়ার সঙ্গে সাকিবের আরেকটি প্রাথমিক চ্যালেঞ্জ হবে জাতীয় দলের ড্রেসিংরুমে মানিয়ে নেওয়া। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের কথা গোপন করার দায়ে আইসিসির শাস্তি পাওয়া একজন খেলোয়াড়ের সঙ্গে সতীর্থরা কি আগের মতো মন খুলে মিশবেন? সব বিষয়ে তার ওপর আগের মতো নির্ভর করবে? জাতীয় দলের প্রায় সবার সঙ্গে দারুণ সম্পর্কের কারণে হয়তো এ ব্যাপারে খুব একটা সমস্যার মুখোমুখি হতে হবে না তাকে। তবে ফিটনেস ফিরে পাওয়া এবং ব্যাটে-বলে আগের মতো দাপুটে পারফর্ম করাটা তার জন্য একটা চ্যালেঞ্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও