শেরপুরে তুলার দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তুলা-যন্ত্র-চাল
শেরপুরে একটি তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর এলাকার বাচ্চু মিয়ার তুলার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে বয়ড়াপরাণপুর এলাকার বাচ্চু মিয়ার তুলার দোকানে তুলা প্রক্রিয়াজাতকরণ যন্ত্রে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা কয়েক মণ তুলা, বিভিন্ন যন্ত্র ও আধপাকা ঘরের টিনের চাল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়। সংবাদ পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লুৎফর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তুলা প্রক্রিয়াজাত করার সময় যন্ত্র থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- পুড়ে ছাই
- তুলার গুদাম