You have reached your daily news limit

Please log in to continue


এরদোয়ানের সমালোচনা ফ্রান্সের, নিষেধাজ্ঞার হুমকি

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম মন্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন ফ্রান্স। এরদোয়ানের প্রতিক্রিয়াকে সহিংসতার ঘোষণা উল্লেখ করে আঙ্কারার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে প্যারিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান বলেন, এরদোয়ান নিয়মিত যা বলছেন তা সহিংসতার ঘোষণা এবং ঘৃণ্য। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন এরদোয়ান। কয়েকদিন পর এরদোয়ান আরও বলেছেন, ফ্রান্সসহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন