সন্তানকে স্কুলে ভর্তি নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৯:৫৩
করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে অভিভাবকদের মনে। বড় দুই পাবলিক পরীক্ষা বাতিল হওয়ায় ঝুঁকি এড়িয়ে নিয়মিত পদ্ধতিতে ভর্তি করা হবে, নাকি লটারির মাধ্যমে ভর্তি হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। সন্তান ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে কি না সে বিষয়েও উদ্বিগ্ন তারা।
রাজধানীর একাধিক অভিভাবক জানান, সাধারণত প্রতি বছর এই সময় ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞপ্তি দেয়া শুরু করে। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত প্রস্তুতি নেয়নি নামকরা প্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নভেম্বরেই ভর্তি সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। সেটাও এখনও দেয়া হয়নি।