সুখে দুঃখে সবসময় খেলোয়াড়দের পাশে থাকতে চাই
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ সোহেল রানার লিগামেন্ট চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সোহেল রানার হাতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ অর্থ তুলে দেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন।
চেক প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, আমাদের খেলোয়াড়রা দেশের সম্পদ। তারা রাষ্ট্রের দূত হিসেবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই সুখে দুঃখে সবসময় আমরা আমাদের খেলোয়াড়দের পাশে থাকতে চাই। অচিরেই ফুটবলার সোহেল রানা সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময়ে ফুটবলার সোহেল রানা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।