You have reached your daily news limit

Please log in to continue


স্বামীর অপারেশন চলাকালীন বাজি ধরে লাখপতি স্ত্রী!

মানুষের ভাগ্য যে কোনো সময় এক নিমেষে বদলে যেতে পারে। আর এরকম ঘটনা আজকাল প্রায়ই ঘটছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে লন্ডনের বাসিন্দা ৭০ বছরের পিটার স্মিথ এবং তার সহধর্মিণী উইনি স্মিথের সঙ্গে। সংবাদমাধ্যম দ্য সান’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি পিটার হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই লন্ডনের এই বাসিন্দা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলছিল তার হার্ট সার্জারির তোড়জোড়। শুনতে অবাক লাগলেও সত্য যে, ঠিক ওই সময়ে যখন পিটার রয়েছেন অপারেশন থিয়েটারে, ঠিক তখনই বাজি খেলতে বসেছিলেন তার স্ত্রী উইনি। বিষয়টা এমন নয় যে উইনির জুয়া খেলার নেশা আছে। তিনি একটা নিরীহ সংখ্যার বাজি খেলেছিলেন। বেছে নিয়েছিলেন ৫টি সংখ্যা। তার পর নিয়তির মুচকি হাসিতে জিতেও যান এবং লাভ করেন পাক্কা ২৫ হাজার ইউরো। মজার ব্যাপার হলো উইনি এই নম্বরগুলো বেছে নিয়েছিলেন তার পরিবারের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তারিখ থেকে। যেমন, তার বিয়ের তারিখ, তার আর পিটারের জন্মদিনের তারিখ ইত্যাদি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন