লভ জিহাদ’ সামাজিক ‘অভিশাপ’, মন্তব্য কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর
লভ জিহাদ’কে ‘সামাজিক অভিশাপ’ বলে আখ্যা দিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ‘লভ জিহাদ’ বন্ধ করতে আইন আনার জন্য তাঁর সরকার আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বলেও বুধবার জানিয়েছেন তিনি।
বোম্মাইয়ের মতে, ‘‘লভ জিহাদ বন্ধ করতে উপযুক্ত আইন প্রয়োজন। এটা বেশির ভাগ রাজ্যের মানুষই এখন জোর দিয়ে ভাবছেন।’’ তাঁর মতে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি ‘লভ জিহাদ’ রুখতে কী ভাবে আইন প্রণয়ন করা যায় তা ভাবছে। ওই সব বিজেপি শাসিত রাজ্যগুলির পথে হেঁটে কর্নাটকও যে একই আইন আনার চিন্তাভাবনা করছে, তা স্পষ্ট করে দিয়েছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বোম্মাই বলেন, ‘‘আমরা খতিয়ে দেখছি কী কী পদক্ষেপ করা যায়। আইন বিশেষজ্ঞদের সঙ্গে শলা-পরামর্শ করা হচ্ছে। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই আমরা নিরাপত্তার ব্যবস্থা করব।’’ তাঁর মতে, তরুণ-তরুণীরা প্ররোচনায় পা দিচ্ছে এবং ধর্ম পরিবর্তন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.