ভোটের মধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্তের নতুন রেকর্ড, একদিনে এক লাখ নতুন রোগী

বণিক বার্তা আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৬:০২

সাধারণ নির্বাচনের উত্তাপের মধ্যেই বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন এক লাখেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়াও এদিন দেশটিতে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারাও গেছেন ১ হাজার ১০০ মানুষ। খবর বিবিসি।

কভিড-১৯ মহামারীতে রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অনেকটাই আড়াল করে রেখেছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে ভোট গণনা নিয়ে এখন পরিস্থিতি তুঙ্গে।

যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৫০ হাজার মানুষ করোনাভাইরাসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, যা অক্টোবরের শুরুর দিকের চেয়ে ৬৪ শতাংশ বেশি।

প্রতিদিনকার মৃত্যু গড়ে বাড়ছে, যদিও মহামারীর শুরুর দিকের তুলনায় তা এখনো বেশ কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও