সংকটের মধ্যে সুযোগের সন্ধান

প্রথম আলো প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৫:১০

৩১ ডিসেম্বর ২০১৯। গোটা বিশ্ব ব্যস্ত বিদায় দিতে একটি দশককে। হঠাৎ বিকেলের দিকে চীন সরকার ঘোষণা দিল, দক্ষিণ চীনের উহান শহরে দেখা দিয়েছে নিউমোনিয়ার মতো একটি রোগ। আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। কিন্তু বোঝা যাচ্ছিল না কী জীবাণু দিয়ে আক্রান্ত হচ্ছিল শ্বাসতন্ত্রের এই রোগ।

১০ মাস পেরিয়ে গেছে চীনের সেই ঘোষণার। আমরা এখন জানি, নিউমোনিয়ার মতো সেই অসুস্থতার নাম কোভিড-১৯, যা হয়ে থাকে করোনাভাইরাস দ্বারা। কোভিড-১৯ ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বাংলাদেশসহ বিশ্বে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭৯ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১২ লাখ ২১ হাজারের বেশি।

আমরা অতিক্রম করছি একটি ক্রান্তিলগ্ন, যেখানে আমরা সবাই যোদ্ধা, আমরা নিজেদের মতো করে সবাই এই যুদ্ধে জয়ী হতে চাই, চাই কোভিডমুক্ত একটি বাংলাদেশ, চাই কোভিডমুক্ত একটি পৃথিবী। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন আমাদের দেশের বৈজ্ঞানিক গবেষকেরা। আমাদের দেশ গত ১০ মাসে প্রাণিবিষয়ক গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। কিন্তু এখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যতের জন্য বজায় রাখব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও