![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F92872b54-cd8a-4f5e-b43b-db1adfa46de4%252FPatuakhali_DH0583_20201105_IMG20201105095033.jpg%3Frect%3D496%252C0%252C3429%252C1800%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সময়সীমা শেষ হতেই পটুয়াখালীর বাজারে প্রচুর ইলিশ, দামও কম
প্রজনন মৌসুমে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা গতকাল বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা শেষ হতেই আজ বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালীর বাজারগুলোতে প্রচুর ইলিশ উঠেছে। অধিকাংশই বড় আকারের মা ইলিশ। এ ছাড়া ছোট আকারের প্রচুর ইলিশ বাজারে চলে আসায় দামও অনেকটা কমে গেছে। ক্রেতারা বেশ ইলিশ কিনে নিচ্ছেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমকাল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর—এই ২২ দিন সরকারের নির্দেশে সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল।