কলকাতার সুপারস্টার জিৎ। নায়ক জিতেরে বাইরেও একজন পারিবারিক মানুষ তিনি। স্ত্রী মোহনা ও সন্তান নবন্যাকে নিয়ে তার সুখের সংসার। তার সুখের সংসারের কিছু ছবি মাঝে মাঝেই ইনস্টাগ্রামে তোলে ধরেন জিৎ। কাজের খবরের মতো পরিবারির তথ্যও শেয়ার করেন মাঝে মধ্যে।
জিতের স্ত্রী গ্ল্যামার দুনিয়া থেকে বেশ দূরের মানুষ। লখনউয়ের এক স্কুল শিক্ষিকা তিনি। মোহনাকে ৯ বছর আগে বিয়ে করেছিরেন জিৎ। সালটা ২০১১। বিয়ের নয় বছর পরও ভালোবাসায় একে অপরকে আগলে রেখেছেন। মোহনাকে যেমন জিৎ ভালোবাসেন, মোহনাও জিতকে ততটাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.