![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/03/29/fire-service-hq-290320-01.jpg/ALTERNATES/w640/fire-service-hq-290320-01.jpg)
১৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফোন সচল
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের বিটিসিএল ফোনগুলো ১৭ ঘণ্টা পর সচল হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে আমাদের ফোনগুলো বিকল হয়ে ছিল। বিটিসিএল থেকে লোকজন এসে ঠিক করার পর আজ বেলা ১১টা থেকে ফোনগুলো সচল হয়েছে।”