ভালোবাসার প্রমাণ দিতে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা
‘তুই আমাকে কতটুকু ভালোবাসিস তার প্রমাণ দিতে পারবি? তাহলি নিজের গায় কেরোসিন ঢেলে আগুন ধরায় দে তো কী রকম পারিস?’ স্বামী প্রদীপের এমন চ্যালেঞ্জের পর ভালোবাসার প্রমাণ দিতে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পুতুল রাণী।
ভালোবাসার প্রমাণ দিতে পুতুল গায়ে আগুন ধরালেও সেই আগুন নেভানোর চেষ্টা করেননি ভালোবেসে বিয়ে করা স্বামী প্রদীপ। ভালোবাসার এই আগুনে পুড়েই গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় পুতুল রাণীর।