![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/06/09/fc218bf6c11871790d3caeb0ef1a1e3f-575975a0c7c1f.jpeg?jadewits_media_id=101949)
নৌকা বাইচ দেখা গিয়ে বৃদ্ধের মৃত্যু
মাগুরায় নৌকাবাইচ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আলতাফ শিকদার (৫৫) নামে এক বৃদ্ধ । বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধোয়াইল এলাকায় নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাগুরা সদরের বীরপুর গ্রামের মৃত সায়েন উদ্দিনের ছেলে তিনি। এ দুর্ঘটনায় ছয় জন নসিমনযাত্রী আহত হন।