শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে পদ্মার ডুবোচরে ৩৫টি গাড়িসহ দেড় শতাধিক যাএী নিয়ে ডাম্প ফেরি রায়পুরা আটকা পড়েছে। নাব্যতা সংকটে বুধবার বিকালে ফেরিটি আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান।