![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/11/04/ctg-sujon-ccc--041120.jpg/ALTERNATES/w640/ctg-sujon-ccc-+041120.jpg)
খালে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা: সুজন
পরিষ্কার করা খাল-নালায় ময়লা-আর্বজনা, পলিথিন ও অপচনশীল বর্জ্য ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
বুধবার সকালে নগরীর বির্জা খালের আর্বজনা অপসারণের মাধ্যমে মশক নিধন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।