![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/11/04/bayern-041120-01.jpg/ALTERNATES/w640/bayern-041120-01.jpg)
১৩ মিনিটের ৪ গোলে বায়ার্নের উৎসব
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে সালসবুর্কের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে শেষ দিকের গোল উৎসবে প্রত্যাশিত জয় নিয়েই ফিরেছে হান্স ফ্লিকের দল।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ৬-২ গোলে জিতেছে শিরোপাধারীরা। জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একবার করে জালের দেখা পান জেরোমে বোয়াটেং, লেরয় সানে ও লুকা এরনঁদেজ।