নতুন কমিটি ঘোষণা, প্রতিবাদে হরতাল ডাকলেন পদবঞ্চিতরা
দীর্ঘ প্রায় ছয় বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। সাদ্দাম হোসাইনকে সভাপতি ও আবু মোহাম্মদ মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এই কমিটি ঘোষণার পরই পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গতকাল তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। শহরের ফজল মার্কেট এলাকায় টায়ারে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.