দুই ভুয়া চিকিৎসককে দণ্ড, ক্লিনিক সিলগালা

প্রথম আলো নাটোর প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ২০:১০

নাটোর জেলা শহরে অনুমোদন না থাকায় একটি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকটির দুজন ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের কানাইখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

ওই ক্লিনিকের নাম উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টার। দণ্ড পাওয়া দুজন হলেন মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কানাইখালী এলাকার উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসক দিয়ে রোগী দেখা হচ্ছিল। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সেখানে মিজানুর ও হুমাইয়ারাকে আটক করা হয়। অপরাধ স্বীকার করে নেওয়ায় মিজানুরকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হুমাইয়ারাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে মিজানুরকে কারাগারে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও