বাস হেলপারের অণ্ডকোষ ফাটিয়ে দিল সার্জেন্ট!
পুলিশের এক সার্জেন্ট’র বিরুদ্ধে বাসের এক হেলপারকে লাঠির আঘাতে অণ্ডকোষ ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গাজীপুরের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে ।
বাস যাত্রীরা জানান, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী উঠা-নামার জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন গাড়িটি বাসস্ট্যান্ডে থামানোর জন্য নিষেধ করে। বাসটি থামিয়ে যাত্রী উঠা-নামা করতে থাকে চালক-হেলপার।
এ সময় ট্রাফিক সার্জেন্ট বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার রুবায়েতকে তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করে। লাঠির আঘাতটি হেলপার রুবায়েতের অণ্ডকোষে গিয়ে লাগে। এতে তিনি বাস থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তার অণ্ডকোষে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন রাস্তায় যানচলাচলরত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
আহত অবস্থায় টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালে এনে রুবায়েতকে চিকিৎসা দেয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হেলপার
- অণ্ডকোষ
- লাঠির আঘাত