![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_246308_1.jpg)
দলবেঁধে সৈকতে উঠে আসা ১২০ তিমি উদ্ধার করলো শ্রীলঙ্কার নৌবাহিনী
শ্রীলঙ্কার একটি সমুদ্র উপকূলে দলবেঁধে সৈকতে উঠে আসা শতাধিক তিমিকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতভর দেশটির নৌবাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা আটকে পড়া ১২০টি পাইলট তিমিকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত অন্তত দুটি তিমির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর গার্ডিয়ান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তিমি
- সমুদ্র উপকূল