কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনায় মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক

ঢালিউড চলচ্চিত্রের খ্যাতনামা প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই। আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম। তিনি জানান, তিন দিন আগে প্রযোজক সমিতির সাবেক এই নেতা হঠাৎ করেই বাসায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁর অবস্থা গুরুতর হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে শারীরিক সমস্যা বাড়তে থাকে। জানা যায়, আগে থেকেই তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। তাঁর হার্টেও কিছুটা সমস্যা ছিল। সেটা খুব জটিল ছিল না। করোনাকালীন বেশির ভাগ সময় তিনি বারিধারার বাসাতেই থাকতেন। হঠাৎ করে গত ৩১ অক্টোবর তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ সময় তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল থেকে চিকিৎসকেরা তাঁর করোনা পরীক্ষা করালে কোভিড পজিটিভ ধরা পড়ে। খোরশেদ আরও জানান, ‘তাঁর মাথায় আঘাত এবং করোনার কারণে শ্বাসপ্রশ্বাসে সমস্যা বাড়তে থাকলে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়। তাঁকে দুই দিন আইসিইউতে রাখা হয়। তিনি বলেন,‘দিলু ভাইয়ের বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যা ছাড়া তিনি ভালোই ছিলেন। হঠাৎ এভাবে তাঁর চলে যাওয়া আমাদের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন আমাদের অভিভাবক। তিনি চলচ্চিত্র নিয়ে ভাবতেন। দেশে সিনেমা এগিয়ে নেওয়ার জন্যও তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।’ জানা যায়, আজ বারিধারা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন