
‘গরমেন্টের’ মাথায় বাড়ি ও হাজি সেলিমের শনির দশা
ছিরু মোল্লা মেম্বারের জোয়ান ছেলে বাদশা মোল্লার বিরাট দাপট। তার চোটপাটে পাবলিকের জান কাঁই। সে ‘আজ এরে ধরে, কাল তারে মারে’। ছিরু মোল্লার ম্যালা পয়সা। সেই পয়সা খালি বাড়ে। পয়সা যেহেতু গরম জিনিস, সেহেতু তাঁর ছেলে বাদশা মোল্লার এই শীতকালেও গরম লাগে। গরম যত বাড়ে বাদশার তত নিজেকে ‘বদ-শাহ’ মনে হতে থাকে।
- ট্যাগ:
- মতামত
- শীতকাল
- হাজী সেলিম