কঠিন গোনাহ থেকে সহজে ক্ষমা লাভের উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৬:২৪

আল্লাহর রহমতের কাছে কোনো গোনাহই বড় নয়। বান্দা যদি কখনো ইচ্ছাকৃতভাবে বা ভুলে কোনো বড় গোনাহের কাজ করেই ফেলে তবে কি তাতে সে হতাশ হয়ে যাবে? সঠিকভাবে ফিরে আসতে হাল ছেড়ে দেবে? তাহলে কঠিন বা বড় গোনাহকে মুছে দিতে কী করবে বান্দাহ?

‘না’, বান্দা কোনো অবস্থায়ই হতাশ হবে না; গোনাহ যত বড় ও কঠিন হোক না কেন আল্লাহর রহমতের কাছে তা একেবারেই তুচ্ছ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মারাত্মক গোনাহ করে তবে তার উচিত আল্লাহর হুকুম পালন করা এবং বেশি বেশি তাঁর রহমতের আশা করা।

বান্দাহ তার কঠিন বা বড় গোনাহ থেকে মুক্তি লাভে মহান আল্লাহর অন্যতম হুকুম পালনে নিজেকে নিয়োজিত করবে। মানুষ যত বড় গোনাহ করবে, তত বেশি ও বড় ইবাদতে আত্মনিয়োগ করলেই আল্লাহ ওই বান্দার গোনাহ ক্ষমা করে দেবেন। আর তাহলো নামাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে