রাজধানীতে শিশু গৃহকর্মীকে অমানষিক নির্যাতন, দম্পতি গ্রেফতার
রাজধানীর গুলশানে নদ্দা মোড়লবাড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুলশান থানা পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। গুলশান থানার এসআই সিনথিয়া আক্তার জানান, সোমবার রাতে রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে কেউ একজন শিশু গৃহকর্মী নির্যাতনের খবর দেন। রাতেই পুলিশ তাকে উদ্ধার করে এবং ওই বাসার লোকজনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, গৃহকর্ত্রীর নাম সুরমা আক্তার, তার স্বামীর নাম মঈনুল হোসাইন। তিনি আরো জানান, ওই শিশু গৃহকর্মীকে পুলিশি ব্যবস্থাপনায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুটির মুখে জখমের চিহ্ন আছে। আঘাতে চোখ ফুলে গেছে।