সীমান্তে ৩৯ ভারতীয় গরু আটক

জাগো নিউজ ২৪ কলমাকান্দা প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৪:২৬

নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি ও পুলিশের যৌথ টহল দল। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরুগুলো আটক করা হয়। নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাও বর্ডার অবজারবেশন পোস্টের (বিওপি) বিজিবির আট সদদ্যের একটি দল ও কলমাকান্দা থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্তের ১১৮৫/৪-এস নং পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৯টি ভারতীয় গরু আটক করা হয়। যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারীরা পালিয়ে যান। আটক ৩৯টি গরু নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও