আপনার কি নাক ডাকে? জাস্ট একটা ওষুধেই সমস্যা দূর! জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৩:৪০

রাতবিরেতে গভীর নাসিকা গর্জন! বা ভরদুপুরে ভাতঘুমেই উচ্চস্বরে ডাকছে আপনার নাক! কখনও আবার অফিসে কিংবা আদালতে, ট্রেন-বাস বা মেট্রোতে তন্দ্রাচ্ছন্ন ভাব! তারই মাঝে হরেক কিসিমের শব্দ করে ডেকে উঠছে নাক! কিসসু করার নেই! কোনও উপায় নেই! এ এক এমনই ডাক, যা স্বয়ং কুম্ভকর্ণও থামাতে পারেননি। মানুষেরই নাক ডেকে উঠবে, আর সেই মানুষই সে ডাকের রাশটা ধরতে পারবেন না।

যুগ-যুগান্তরে এই নাক ডাকার ওষুধ খুঁজতে একপ্রকার গোত্তা খেয়েছেন দেশ-বিদেশের ডাক্তারেরা। কত সংসার ভেঙেছে, কত প্রেম পালিয়ে গিয়েছে জানলার ফাঁক দিয়ে, কারণ সেই নাসিকা গর্জন। তবে এবার একটু সুখবর! নাক ডাকা বন্ধ করে দেওয়ার মতোও ওষুধ খুব শীঘ্রই আসতে চলেছে। কী সেই ওষুধ, কবে থেকে পাওয়া যাবে, কারাই বা সেই ওষুধ তৈরি করছে, সে সব কিছুই জেনে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও