১৯৯০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক মন্দা দেখা গিয়েছিল, তার স্থায়িত্ব ছিল মাত্র আট মাস। ১৯৯০ সালের জুলাই থেকে শুরু হয়ে ১৯৯১ সালের মার্চ পর্যন্ত। অর্থনীতি দ্রুতই সেই ক্ষত সারিয়ে উঠতে সমর্থ হলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ তাঁর প্রতি আস্থা ফেরাতে পারেননি।
তাই এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবেই আত্মতৃপ্ত হতে হয় তাঁকে। এটি তো কেবল একটি উদাহরণ, আসলে বরাবরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা রেখেছে দেশটির অর্থনীতি। রাজায় রাজায় যুদ্ধ হলেও পাশার দান ঘুরিয়েছেন সে দেশের সাধারণ মানুষ বা ভোটাররা। তবে বরাবরই অর্থনৈতিক পরিস্থিতি বড় ভূমিকা রেখেছে নির্বাচনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.