‘ভীতি ও হুমকি’র পরিবেশে ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ধারণ
আমেরিকার নির্বাচন মঙ্গলবার। এই নির্বাচনে প্রেসিডেন্টসহ কংগ্রেসের ৪৩৫টি আসনের সবকটি, ৩৩টি সিনেট আসন ও ১১টি স্টেটের গভর্নর পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন জনগণ। এর বাইরেও স্থানীয় সরকারের বিভিন্ন পদের জন্য নির্বাচন হবে। প্রেসিডেন্টের মেয়াদ চার বছরের ও কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধিদের মেয়াদ দুই বছর হলেও সিনেট সদস্যদের মেয়াদ ছয় বছর।
সম্ভবত এই প্রথম আমেরিকায় কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে নানা ভীতি ও হুমকির মধ্যে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে তার সমর্থক ও কর্মীদের উসকে দিয়েছেন তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়। কেন পাহারা দেবে? তিনি কোনো যুক্তি, তথ্য ও প্রমাণ না থাকা সত্ত্বেও বারবার বলে আসছেন ডেমোক্রেটরা ভোট কারচুপি করবে। অথচ আমেরিকার নির্বাচন অফিসগুলো সম্পূর্ণ স্বাধীন এবং ডেমোক্রেটরা নির্বাচন অফিস কিংবা বর্তমান প্রশাসনের অংশ নয়। গোয়েবলসিও কায়দায় তিনি এইভাবে বারবার একটি মিথ্যাকে উচ্চারণের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.