জামালপুরে ভ্যানচালক হত্যায় ভাই-ভাবি গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউপির কুড়ালিয়া পটল গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাই ও ভাবিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ।
গ্রেফতাররা হলেন- কুড়ালিয়া পটল গ্রামের কালু মিয়ার ছেলে রনজু মিয়া ও তার স্ত্রী সুজাতা বেগম। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।