You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব আমার নগ্ন পা নিয়েই আলাপ করেছিল

প্যানিক রুম’, তুমুল আলোচিত, জনপ্রিয় ‘টোয়ালাইট’ সিরিজ, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘ইনটু দ্য ওয়াইল্ড’, ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘পার্সোনাল শপার’, ‘আন্ডারওয়াটার’। এসব ছাপিয়ে ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে আলোচনা হয় তাঁর বক্তব্য, কর্মকাণ্ড ও প্রেম নিয়ে। ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা নগ্ন পায়ে হেঁটে পার হয়েছেন। বিনোদনের বিশ্ব অঙ্গনে এ নিয়ে হয়ে গেছে তুলকালাম কাণ্ড। পরদিন প্রথম সারির সব খবরের কাগজ ফলাও করে প্রকাশ করেছিল সে ঘটনা। করবে না কেন! উৎসব কর্তৃপক্ষ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন