ভিয়েনায় ছ'টি জায়গায় একযোগে হামলা, সশস্ত্র বন্দুকবাজ-সহ নিহত ২
                        
                            এইসময় (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৭:০৩
                        
                    
                সোমবার রাতে মধ্য ভিয়েনায় 'জঙ্গি' হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত একাধিক জন। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন। পুলিশের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে হামলাকারীদের একজন মারা পড়েছে। অস্ট্রিয়া পুলিশের তরফে এক ট্যুইট বার্তায় হামলাকারী-সহ ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিনোদনের জন্য সেরা অ্যাপ! সাইনআপ করলেই পাবেন ₹500
অস্ট্রিয়ান পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ভিয়েনার অন্তত ৬টি জায়গায় পৃথক ভাবে হামলা হয়েছে। হামলায় একাধিক জনের আহত হওয়ার কথা বলা হলেও নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে, সন্দেহভাজন এক হামলাকারীকে নিকেশ করার খবর নিশ্চিত করা হয়েছে। বন্দুক হাতেই এই হামলা চালানো হয়েছে।