![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/02/og/163237_bangladesh_pratidin_BD.gif)
একাধিকবার ভোটার আইডি কার্ড করায় মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে একাধিকবার ভোটার আইডি কার্ড করায় প্রতারণার অভিযোগ এনে নন্দলাল নমদাস নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. জহিরুল হক বাদী হয়ে রবিবার (১ নভেম্বর) রাতে মোহনগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত নন্দলাল নমদাস উপজেলার মাঘান-সিয়াধার ইউপির মানশ্রী গ্রামের অখিল নমদাসের ছেলে।