দৃষ্টি প্রতিবন্ধী বান্ধব ফিচার আছে আইফোন ১২ ও ১২ প্রো-তে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১৬:১৯
দৃষ্টি প্রতিবন্ধী বা চোখে স্বল্প দেখেন এমন মানুষের কাজে আসতে পারে অ্যাপলের আইফোন ১২ এবং ১২ প্রো। ফোনটিতে থাকা এক ফিচারের সাহায্যে তারা আশপাশের মানুষের গতিবিধি সম্পর্কে ধারণা পাবেন।
আইফোন ১২ ও ১২ প্রো’র পেছনে থাকা নতুন লাইডার সেন্সর ব্যবহারকারীকে জানিয়ে দেবে, তার কতোটা কাছে চলে এসেছেন অন্যান্যরা। লাইডার মূলত এমন এক ডেপথ সেন্সর যা অগমেন্টেড রিয়েলিটি অ্যাপের কার্যকারিতায় সাহায্য করে, এবং স্ব-চালিত গাড়ির চোখ হিসেবে কাজ করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- দৃষ্টি প্রতিবন্ধী
- ফিচার