ডিপিআইয়ের সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়তে পারে ইন্টারনেটের নিরাপত্তা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১৫:২২

দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে অনেক, গত এক বছরে প্রায় দ্বিগুণ। বর্তমানে ব্যবহার হয় এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ জিবিপিএস। করোনাকালে যার চাহিদা ছিল অনেক বেশি। এরমধ্যে করোনাকালেই ব্যবহার বেড়েছে অন্তত ৩৫০ জিবিপিএস। ইন্টারনেটের ব্যবহার বাড়লেও যন্ত্রপাতি ও মেশিনের সক্ষমতা সেই আগের মতোই। দেশের মানুষের ইন্টারনেট ব্যবহারের হার বাড়লেও বাড়েনি প্রযুক্তিগত সক্ষমতা। ফলে ইন্টারনেট সেবাদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে আইএসপিগুলো অভিযোগ করছে। তাদের দাবি, নিরাপদ ইন্টারনেট সেবাদান ও ইন্টারনেটকে ভার্চুয়াল দুনিয়ায় নিরাপদ রাখতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কোনও বিকল্প নেই।

ইন্টারনেট গেটওয়ে (আইআইজি- ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সেবাদাতারা বলছেন, দেশের বাইরে থেকে ইন্টারনেট ডাটা (ব্যান্ডউইথ) পরিবহনের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিযোগাযোগ অধিদফতর (ডিওটি-ডট) প্রতিষ্ঠিত ডিপিআই (ডিপ প্যাকেট ইন্সপেকশন) -এর মাধ্যমে নিতে হয়। কিন্তু ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও ডিপিআইয়ের সক্ষমতা সেই অনুপাতে না বাড়ায় শীর্ষস্থানীয় আইআইজিগুলোর সেবাদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে