ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

সময় টিভি রাজাপুর (ঝালকাঠি) প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১৪:০৯

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার বিশখালী নদীতে অভিযান চালিয়ে ওই তিনজন আটক করা হয়। সোমবার (২ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ডের আদেশ দেন। দণ্ডিতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার দেউরী গ্রামের মো. রশিদ হাওলাদার (৫০),

মো. সৈনিক ফরাজী (২২), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. মনির হোসেন (২০)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গভীর রাতে মা ইলিশ শিকারের সময় উপজেলার নাপিতের হাট ও পালট এলাকায় থেকে হাতেনাতে এদের আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও