‘ইসলামি সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন এরদোয়ান’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ আনলেন জার্মানির গ্রিন পার্টির পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ চেম ওজডেমি। এরদোয়ান ইউরোপে ইসলামি সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) জার্মান ডয়চল্যান্ড নেটওয়ার্ককে দেয়া এক বিবৃতিতে ওজডেমি বলেছিলেন, ‘
নিজেদের সস্তা স্বার্থে যারা ইসলামি সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন সেসব উসকানিদাতার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।’ তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত আগুনে ঘি ঢালছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদে মদদ দিচ্ছেন। মূলত ফ্রান্সের নিস শহরে ছুরিকাঘাতে হতাহতের ঘটনার পরই তিনি এমন মন্তব্য করলেন।