জুয়েল হত্যা: গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড আবেদন শুনানি আজ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারীতে মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনার গ্রেপ্তারকৃত পাঁচ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ সোমবার লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল বিচারক ফেরদৌসী বেগমের আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি হবে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।
গ্রেপ্তারকৃত পাঁচ জন হলেন— রফিক ইসলাম (২০), আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), মাসুম আলী (৩৫) ও শফিকুল ইসলাম (২৫)। তারা সবাই পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার বাসিন্দা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.